জীবনযাত্রা

ভালোবাসা দিবসে কী উপহার দিচ্ছেন প্রিয়জনকে?

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন তার পছন্দের কিছু। তার কাজে লাগবে এমন জিনিসও কিনে দেওয়া যায়। আবার একগুচ্ছ তাজা ফুলে প্রকাশ করতে পারেন সঙ্গীর প্রতি ভালোবাসা। ভালোবাসা দিবসের উপহার কী হতে পারে? জেনে নিন কিছু আয়ডিয়া।

১। সঙ্গী যদি চা কিংবা কফি খেতে পছন্দ করে তবে টি/কফি বক্স কিনে দিতে পারেন তাকে। কাঠের চমৎকার বক্স পাওয়া যায় বাজারে। খোপে খোপে টি ব্যাগ বা কফির প্যাকেট সাজিয়ে রাখা যায় সহজেই।

২। একটি বক্সে বিভিন্ন রঙের চুড়ি সাজিয়ে উপহার দিতে পারেন স্ত্রীকে।

৩। চলছে বইমেলা। সঙ্গীর পছন্দের লেখকের বই কিনে দিতে পারেন উপহার হিসেবে।

৪। দেশিদশসহ বিভিন্ন দোকান ও অনলাইনেও পাবেন ভালোবাসা দিবসের বিশেষ মগ। উপহার হতে পারে এটি।

৫। শাড়ি, চুড়ি, টিপ ও গয়না ম্যাচিং করে বক্স হিসেবে দিতে পারেন উপহার।

৬। সঙ্গী গ্যাজেটপ্রেমী হলে উপহার হিসেবে বেছে নিতে পারেন স্মার্ট ওয়াচ বা ব্লু টুথ হেড ফোন।

৭।  এক বক্স চকলেট ও একটি টেডি হতে পারে ভালোবাসা দিবসের উপহার।

৮। এক গুচ্ছ ফুলের সঙ্গে একটি ফটোফ্রেম দিতে পারেন উপহার। ফ্রেমে নিজেদের চমৎকার কোনও মুহূর্তের ছবি লাগিয়ে নেবেন।

৯। সানগ্লাস কিংবা পছন্দের সুগন্ধি উপহার হতে পারে বিশেষ দিনে।

১০। ভালোবাসা দিবস উপলক্ষে নিজেই বানিয়ে ফেলতে পারেন সুন্দর ডিজাইনের কেক। সঙ্গী চমকে যাবে নিশ্চয়!

এমন আরও সংবাদ

Back to top button