লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক মো. ইস্রাফিল (১৮) হত্যার ঘটনায় মো. রুবেল ও বেলাল হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে ছিনতাই হওয়া অটোরিকশা গ্রহিতা বেলালকে আটকের পর ঘটনার মূলহোতা মো. রুবেল ও মো. ইউসুফকে শনাক্ত করা হয়। এরমধ্যে ইউসুফ পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ইউছুফ গত ১৮ জানুয়ারি রাত ৭টার দিকে কমলনগরের চরলরেন্স বাজার থেকে চৌধুরীর বাজার যাওয়ার জন্য ইস্রফিলের অটোরিকশায় উঠে। পথে গনি মিয়া ব্রিকস ফিল্ড এলাকা থেকে রুবেলকে রিকশায় উঠানো হয়। এরপর ঘটনাস্থল চৌধুরীবাজার এলাকার পাকা রাস্তার মাথায় পৌঁছলে ইউসুফ পাকৃতিক ডাকে সাড়া দেবে বলে রিকশা থেকে নামে। রুবেলও রিকশা থেকে নেমে যায়। এরপর পেছন থেকে রিকশা বসা থাকা ইস্রাফিলের মুখ চেপে ধরে ঘাড় মটকিয়ে দেয় ইউসুফ। এসময় রুবেল তার দু’হাত চেপে ধরে রাখে। পরে রাস্তায় নিয়ে গলা টিপে মৃত্যু নিশ্চিত করে অটোরিকশা, ইস্রাফিলের মোবাইলফোন ও পকেটে থাকা ৬০০ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন ১৯ জানুয়ারি সকালে রাস্তার পাশে নিহতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওইদিনই নিহতের বাবা আবুল বাশার বাদী হয়ে অজ্ঞাতের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।