বিনোদনলিড নিউজ

ব্রেকআপ নিয়ে মুখ খুললেন খলনায়িকা মিশমি

ছোটপর্দায় নায়ক-নায়িকার মাঝে ঢুকে ঝামেলা বাঁধিয়েছেন ভারতীয় বাংলা টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা মিশমি দাস। এবার বাস্তব জীবনে ভেঙে গেল তার প্রেম। বেসরকারি একটি টেলিভিশনে আলাপকালে এ তথ্য নিজেই স্বীকার করেছেন মিশমি।

কিছুটা ব্যাখ্যা করে মিশমি বলেন, এক সময় প্রেম ছিল, এখন আর নেই। আমি এখন সিঙ্গেল। আমাদের জীবনে অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়াকআউট করে না, তেমনি এটাও করেনি। অনেক ক্ষেত্রে পরিস্থিতির এর জন্য দায়ী, আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্প্যাটিবিলিটি থাকে না। জাস্ট, এইটুকুই বলব।

একা থাকতে শিখে গিয়েছেন মিশমি। সম্পর্ক ভাঙার যন্ত্রণা আগের মতো আর তাড়া করে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন তিনি পরিণত। এই অভিনেত্রী বলেন, আমার ভালো থাকাটা আমার ওপর নির্ভরশীল। আমি নিজেকে এখন গুছিয়ে নিতে পারি। সবটাই জীবনের অঙ্গ। কঠিন চ্যালেঞ্জকে ফেস করতে হবে, একাকিত্বকে আমার আর ভয় লাগে না।

নিজেকে ভালোবাসা সহজ নয় তা স্মরণ করে মিশমি বলেন, সেলফ-লাভের প্রথম পদক্ষেপ নিজেকে ভালো রাখার চেষ্টা। এখনই নতুন প্রেমে জড়াতে চাই না। তবে পারমান্যান্ট বুকিং না হলে ব্যক্তিগত সম্পর্ক একটু আড়ালেই রাখতে চাই।

আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে আলাদা জায়গা করে নেন মিশমি। বিশালের সঙ্গে বিচ্ছেদের পর ফের কাজে ডুব দিয়েছেন তিনি। যুক্ত হয়েছেন নতুন ধারাবাহিকে। আপাতত খেলনা বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

এমন আরও সংবাদ

Back to top button