মেলায় গৌতম লাহিড়ীর ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’
বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ীর দুই বাংলায় সাড়া জাগানো বই ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’র দ্বিতীয় খণ্ড। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পাঠকেরা বইটি মেলায় পাবেন বলে জানান বইটির প্রকাশক ।
ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি দেশটির জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি। ছিলেন প্রণব মুখার্জির অত্যন্ত স্নেহভাজন।
বইটি সম্পর্কে গৌতম লাহিড়ী বলেন, প্রথমেই পাঠকদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাচ্ছি। বইটির প্রথম খণ্ড দুই বাংলায় এতটা সাড়া পড়বে ভাবিনি। পাঠকদের তুমুল আগ্রহই দ্বিতীয় খণ্ডটা লিখতে প্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, এটি উনার জীবনী বলছি না। মূলত বইটি প্রণব মুখার্জির ৬ দশক ব্যাপী বর্ণিল রাজনৈতিক জীবনের একটি খন্ডচিত্র। ভারতের এই বলিষ্ঠ নেতার রাজনৈতিক জীবনকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। তিনি ভারত সরকারের পররাষ্ট্র, অর্থসহ নানান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মার্কিন-ভারত পরমাণু চুক্তিসহ, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কাজ করেছেন। প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের উত্থান-পতন, শীর্ষ শিখরে পৌঁছানোসহ বহু ঘটনা দেখার সুযোগ হয়েছে। এছাড়াও প্রাসঙ্গিক ভাবে আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে, যা অপ্রকাশিত রয়ে গিয়েছিল।
প্রকাশক খান মুহাম্মদ মুরসালীন বলেন, পাঠকেরাই আল-হামরা প্রকশনীর মূল প্রেরণা। বইটির প্রথম খণ্ড বের হওয়ার পর তারা যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ হয়েছি। তাই অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় খণ্ড প্রকাশের তাগিদ অনুভব করি। দ্বিতীয় খণ্ডে বিস্ময়কর কিছু ঘটনা উঠে এসেছে, যা পাঠকের জন্য চমক হিসেবে থাকুক।
লেখক গৌতম লাহিড়ী দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। মূলত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে ভ্রমণ করেছেন ষাটেরও বেশি দেশে। অর্জন করেছেন ভারতের জাতীয় প্রেসক্লাবের প্রথম বাঙালি সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব। পেয়েছেন ভারতের জাতীয় সংসদে বিশিষ্ট সাংবাদিকের মর্যাদা।