দেশজুড়েলিড নিউজ

গোয়াল ঘরে মিলল ২০ কেজি গাঁজা, মাদক কারবারি আটক

জয়পুরহাট পৌরশহরের আর্দশপাড়া মহল্লায় এক মাদক কারবারির বাড়ির গোয়ালঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রানু শফি (৫৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকিরুল ইসলাম নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রানু শফি পৌরশহরের শান্তিনগর মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে। আর পলাতক জাকিরুল ইসলাম আর্দশপাড়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে।

 

ওসি শাহেদ আল মামুন জানান, রানু শফি ও জাকিরুল ইসলাম মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন খবরের ভিত্তিতে জাকিরুলের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রানু শফিকে হাতেনাতে আটক করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকিরুল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাটের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

তিনি আরও আরও জানান, আজ বৃহস্পতিবার তার (রানু শফি) বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সদর থানায় সোর্পদ করা হবে।

এমন আরও সংবাদ

Back to top button