এক্সক্লুসিভ নিউজলিড নিউজ

গণভবনে প্রধানমন্ত্রীর কৃষি উদ্যোগ

এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখতে যে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাস্তবায়ন করেছে গণভবনে। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী সেখানে চাষ করেছেন ফুল-ফসল-শাকসবজি, করছেন মৎস চাষ ও পশুপালন।

চ্যানেল আই-এর নিয়মিত অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর ২০ বছর পূর্তিতে শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত ৯:৩০টায় প্রচার হয় ‘শেখ হাসিনার ফসলি উঠোন, গণভবনে বাংলার মুখ’।

গণভবন জুড়ে প্রধানমন্ত্রীর কৃষি উদ্যোগ তুলে এনেছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের এপ্রিল মাসে দেশবাসীর উদ্দেশে ৩১ দফা নির্দেশনা দেন। এর ১৫ নম্বর নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে।’

কোনো জমি পতিত না রেখে কৃষিকাজে জমির সর্বোচ্চ ব্যবহারের জন্য বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে তিনি নিজেই এর বাস্তবায়ন করে দেশবাসীর সামনে অনন্য নজির সৃষ্টি করলেন।

এমন আরও সংবাদ

Back to top button