রংবেরঙ

স্ত্রীকে চমকে দিতে বিয়ের সনদের ট্যাটু করালেন স্বামী

স্ত্রী বা প্রেমিকার মন জোগাতে ভালোবাসা দিবসে সঙ্গীরা চেষ্টার কমতি রাখেন না। যখন তাদের চমকে দিতে সঙ্গী সক্ষম হন, তখন আনন্দ হয় তুলনাহীন। এমনই লক্ষ্য নিয়ে এক স্বামী তার স্ত্রীকে চমকে দিতে হাতে বিয়ের সনদের ট্যাটু করিয়েছেন, পেয়েছেন সাফল্যও, যা এরই মধ্যে প্রেমের উজ্জ্বল নজির হয়ে ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

থাইল্যান্ডের ওই ব্যক্তির নাম ভ্যাল। যিনি বাস্তবে আকারের বিয়ের সনদ তার হাতে ট্যাটু করিয়েছেন। এতে সময় লেগেছে প্রায় আট ঘণ্টার মতো।

যার জন্য এত আয়োজন, তিনিই ট্যাটু দেখে প্রথমে বিস্মিত হন। তবে দ্রুতই সামলে নেন নিজেকে। পরে ওই ব্যক্তির স্ত্রী এ ট্যাটুকে ভালোবাসা ও সম্মানের প্রমাণ হিসেবে মেনে নিয়েছেন।

ট্যাটু যিনি এঁকেছেন, তিনি জানান, এর আগে কখনো তিনি বিয়ের সনদের ট্যাটু করেননি। সূত্র : এনডিটিভি।

এমন আরও সংবাদ

Back to top button