প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধন করবেন। কালশী ফ্লাইওভার।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করবেন তিনি।
২০১৮ সালের ৯ জানুয়ারি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এক হাজার ১২ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিএনসিসি ও বাংলাদেশ আর্মির ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেনবিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।
জানা গেছে, কালশীর বালুর মাঠে হবে ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল ৯টার মধ্যে অনুষ্ঠানে আগত নগরবাসী ও অতিথিদের আসন গ্রহণের জন্য বলা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে ফলক উন্মোচন করবেন। এর পর বক্তব্য দেবেন। অনুষ্ঠানে স্থানীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাবলিক রিলেশন অফিস জানায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুল ওভারব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, ৭ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ আরসিসি ড্রেন, একটি ১৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, ৩৩৮৩ মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।