এক্সক্লুসিভ নিউজজাতীয়লিড নিউজ

জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি কমিশনারএক্সক্লুুসিভ নিউজ,ঢাকা:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা বিষয়ে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পর এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ১২ জনকে গ্রেপ্তার করেছি আমরা। শুধু ছিনতাই হওয়া দুই জনকেই এখনো গ্রেপ্তার করা যায়নি। আমাদের টিম তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

শহীদ মিনারে সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমরা নিরাপত্তার জন্য পলাশী থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত সমগ্র এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। পুলিশের কন্ট্রোল রুম থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারিতে রাখা হবে। আমাদের আর্চওয়ে থাকবে সেটা দিয়ে শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করা হবে। কোনো ব্যাগ কিংবা জিনিস নিয়ে আসবেন না, আমরা এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেবো না।

এমন আরও সংবাদ

Back to top button