কবিতাসাহিত্য

মানুষের পৃথিবী: শেরিনা আফরোজ

প্রকাশকাল: ২০/০২/২০২২ইং

                              শেরিনা আফরোজ
লুটপাট শব্দের ভীড়ে
কবিতা পাইনা ফিরে ,
সেই আগের মত!
পুরানো ডায়রি
অথবা কবিতার বই,
ছায়ছন্দ, অপরাধ চিত্র
আনন্দলোক পত্রিকার
প্রিয় পৃষ্ঠা গেছে ছিড়ে
আজ আর নাই কিছু অক্ষত।
প্রাচীন আলমারির তাকে সাজানো
কাব্যের ঐতিহাসিক পৃষ্ঠার
বিবর্ন ভাষা, বিপন্ন সংস্কৃতি
সত্যি ই আজ বোঝা বড় দায়।
সততা, নিষ্ঠা, আদর্শের যবনিকাপাত
হয়ে গেছে ধান মাড়াইয়ের কলে ,
এযুগের বিল্পবিরা আজ বড় অসহায়।
মহামারি ভূ কম্পনের ফলে
যে শিশুর চোখের জলে
সতর্ক বার্তা আসে ।
আমি তার জন্য উদাস হই
নিঃস্বার্থ ভালবেসে ।
জানি পেছনে আমার মেশিন গান
অথবা কামান গোলা।
তবুও ভালবাসি সত্য, ভালবাসি কঠিনেরে
ভালবেসেই হই আত্মভোলা।
জি জনাব! জি হুযুর! যার তার
সপক্ষে বলিবার সায় দেয় না মন,
তাই যে কারোর প্রিয় থেকে
অ প্রিয় হয়ে উঠি যখন তখন।
ব্যতিক্রম পথে চলতে গিয়ে
যে সকল কাটা ফুটেছে রক্ত পায়ে।
আমি তো হাটছি দীর্ঘ পথে
সে সকল ক্ষত লয়ে।
পৃথিবীর তোমার আগামীর দিন
জানিনা কেমন হবে।
আজকের শিশু আগামী কালে
কেমন দুনিয়া পাবে।
তবুও বলিবার স্বাদ হয় ,
এই পৃথিবী মানুষের পৃথিবী
দানবের অধিকার নয় !!

এমন আরও সংবাদ

Back to top button