জাতীয়লিড নিউজ

গোপালগঞ্জে ৪৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক্সক্লুসিভ নিউজ: গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে জনসভায় যোগ দিতে পদ্মা সেতু দিয়ে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা।

 

৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ৩১টি কৃষি সম্প্রসারণ অধিদফতর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদফতর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ল ১টি প্রকল্প বাস্তবায়ণ করেছে।

কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এসেছেন, তাকে দেখে সবার চোখে মুখে আনন্দের ছাপ লেগেছে। এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। লোকে লোকারণ্য হয়েছে।
তিনি বলেন, কোটালীপাড়ার রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি সবাই এক মঞ্চে আছেন। মঞ্চে মোট ১৮০ জন বসেছেন। এই মঞ্চের আয়তন দৈর্ঘ্য ৮০ ফিট ও প্রস্ত ২৮ ফিট। ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে ইতোমধ্যে ১৬ বার বঙ্গবন্ধু কন্যা এসেছেন। এবার তার আগমনের মধ্য দিয়ে ১৭ বার হলো।

এমন আরও সংবাদ

Back to top button