দেশজুড়েলিড নিউজ

দুই যুগ পর মিঠামইন যাচ্ছেন শেখ হাসিনা

আগামী ২৮ ফেব্রুয়ারি কি‌শোরগ‌ঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সকাল ১০টায় হাওরের মিঠামইনে নব‌নি‌র্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন তিনি। বিকেলে অংশ নিবেন স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত জনসভায়।
সবশেষ ১৯৯৮ সালে কিশোরগঞ্জের মিঠামইন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রায় ২৫ বছর পর বঙ্গবন্ধুকন্যার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত হাওরবাসী। এবারের সফরটি অনেকটা ভিন্নধর্মী। কারণ বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে তার গ্রামের বাড়িতে মেহমান হচ্ছেন সরকারপ্রধান। সেখানে তার আপ্যায়নে চলছে বাহারি আয়োজন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে মিঠামইনের কামালপুর গ্রামের নিজের বাড়িতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হাওরের তাজা মাছ আর অষ্টগ্রামের পনির দিয়ে দুপুরের খাবার খাওয়াবেন প্রধানমন্ত্রীকে। এ জন্য অনুষ্ঠানের এক দিন আগে ২৭ ফেব্রুয়ারি বাড়িতে চলে আসবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন। সেখানে দুপুরের খাবারের পর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিবেন সরকার প্রধান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই মধ্যে হেলিপ্যাডে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। রাস্তার দু’পাশে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রায় দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন আসছেন। ১৯৯৮ সালে যখন তিনি এসেছিলেন, তখন হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গা ছিল না। আর এখন উন্নয়নের চরম শিখরে হাওর। তাই এবারের সফরে বদলে যাওয়া এক হাওর দেখবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,  দলীয় সভানেত্রীর এই সফরকে ঘিরে হাওরে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে। হাওরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য জনসভার আয়োজন করা হয়েছে এবং জনসভাকে জনসমুদ্রে রূপ দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা থেকে আগামী নির্বাচনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলীয় প্রধান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ৩ দফায় প্রস্তুতি সভা করছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ। এ ছাড়াও নিকলী-বাজিতপুর, করিমগঞ্জ-তাড়াইল আওয়ামী লীগের নেতাকর্মীরাও সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছে। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছে আয়োজকরা।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button