দেশজুড়েলিড নিউজ

শিবপুর উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ গুলিবিদ্ধ

শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান শনিবার সকালে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার সকালে হাঁটা হাঁটি করে বাসায় ওঠার সময় তাঁর বাড়ীর সিড়ি কোটায় দুবৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এমন আরও সংবাদ

Back to top button