ভিডিও
কবুতরের চোখ ধাঁধানো ডিগবাজি, দেখুন ভিডিও
পশু-পাখি কিংবা প্রাণীর অদ্ভূত আচরণ প্রায়ই আমাদের চোখে পড়ে। কিন্তু কখনো কি কবুতরকে (পায়রা) ডিগবাজি করতে দেখেছেন?
ভারতের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। প্রায় ৫০ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। লাইক, কমেন্টও করেছেন অসংখ্য জন।
এক টুইট ব্যবহারকারী লিখেছেন, এগুলো মুন ওয়াক প্রজাতির পায়রা। আরেকজন লিখেছেন, নারী কবুতরকে পটাতে এমন করছে কবুতরটি!
যুক্তরাজ্যের ইউনিভার্সিটিস ফেডারেশন অব এনিম্যাল ওয়েলফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক প্রজাতির কবুতরে এভাবে ডিগবাজি করতে পারে।
Pigeon doing backflips.. pic.twitter.com/fx51KYL522
— Buitengebieden (@buitengebieden) February 12, 2023