শিশুর বিছানায় প্রস্রাব করার কারণ, যা করতে পারেন
কারণগুলো
♦ শিশুর মানসিক অশান্তি, অনিরাপত্তা বোধ, নতুন স্থান, বিছানা পরিবর্তন, হতাশা; মা-বাবা থেকে আলাদা হয়ে যাওয়া। এই সব ঠিক হলে অনেক সময় সুফল পাওয়া যায়।
♦ কিডনি ও প্রস্রাবযন্ত্রের কোথাও কোনো ত্রুটি থাকলে বিশেষত মূত্রনালির সংক্রমণ, বহুমূত্র রোগের কারণে—যেমন ডায়াবেটিস ইনসিপিডাস ও মেলিটাস, ক্রনিক রেনাল ফেলিওর।
চিকিৎসা
♦ সন্ধ্যার পর জলীয় পদার্থ কম খাওয়ানো বা না চাইলে খেতে না দেওয়া
♦ রাতে ঘুমাতে যাওয়ার আগে, প্রয়োজনে ভোররাতে আরেকবার উঠিয়ে প্রস্রাব করানো
♦ শিশু বিছানায় প্রস্রাব করছে, তা নিয়ে শিশুকে কোনোরূপ তিরস্কার না করা বা না শাসানো বা এর ফলে যে সমস্যা হচ্ছে, তা মোটেও বুঝতে না দেওয়া। কারণ এমনিতেই সে লজ্জিত, এর জন্য তাকে ভয় দেখালে বা ভর্ৎসনা করলে শিশু আরো উদ্বিগ্ন ও উত্তেজিত থাকবে।
♦ মায়ের উচিত শিশুকে একটি ডায়েরি দেওয়া এবং তাতে সপ্তাহের যে দিনে সে বিছানায় প্রস্রাব করবে না, সেই দিনটির তারিখে একটা তারকা বা স্টার চিহ্ন নির্দিষ্ট করা। এরপর শিশুকে বলতে হবে, সপ্তাহে কয়েকটি তারকা চিহ্ন লাভ করলে সে তার ইচ্ছানুযায়ী একটা পুরস্কার পাবে। এভাবে সে-ই সংগ্রাম করতে চাইবে। এই পদ্ধতিতে প্রায় ৭০-৮০ শতাংশ ক্ষেত্রে উপকার পাওয়া যায়।
♦ শিশুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওষুধের সাহায্যে চিকিৎসা