মো. সামসুল হক,এক্সক্লুসিভ নিউজ: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক ৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আব্দুল হাই প্রধান (নৌকা), আবুল কাশেম মাস্টার (আনারস), কাজী মিজানুর রহমান (অটোরিকশা), মুহাম্মদ শরীফ মাহমুদ সায়েম (টেবিল ফ্যান), ফয়সাল আহম্মেদ (টেলিফোন), মো. আবু হানিফ অভি (ঢোল), মো. বদিউল আলম (চশমা), মো. হাবিবুর রহমান (মোটরসাইকেল), সেলিম মিয়া (ঘোড়া)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ১২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল হক চৌধুরী বাবুল মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। আগামী ১৬ মার্চ এই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে। ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।