দেশজুড়েলিড নিউজ

টাঙ্গাইলে পিকআপ উল্টে ৩ জন নিহত, আহত ১৫

দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানসিরাজগঞ্জের এনায়েতপুরে পীরের দরবারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারগামী একটি যাত্রীবাহী পিকআপ কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এমন আরও সংবাদ

Back to top button