দেশজুড়েলিড নিউজ

একসঙ্গে তিন সন্তানের মা হলেন সুমি

একসঙ্গে তিন সন্তানের মা হলেন সুমিযশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সুমি বেগম (২৪) নামের এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্রসন্তান। শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

তিন সন্তানের জননী সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমি বেগম দম্পতি।

যশোর একতা হাসপাতালের ডা. ইলা মণ্ডল বলেন, সুমি বেগম প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। শিশুরা এবং তাদের মা সুস্থ আছেন।

সুমি বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।

এমন আরও সংবাদ

Back to top button