এক্সক্লুসিভ নিউজ
নৌ পুলিশের রেশন স্টোরের শুভ উদ্বোধন
মো. সামসুল হক: নৌ পুলিশ হেডকোয়াটার্স, ঢাকায় নৌ পুলিশের রেশন স্টোরের শুভ উদ্বোধন করেন নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম মহোদয়।এসময় নৌ পুলিশের ডি আইজি,অতিরিক্ত ডিআইজি বৃন্দ, পুলিশ সুপার বৃন্দ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
রেশন স্টোর স্থাপন প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান বলেন,” নৌ পুলিশ হেডকোয়াটার্সে রেশন স্টোর স্থাপনের পূর্বে নৌ পুলিশের সদস্যরা দেশের বিভিন্ন ইউনিট থেকে তাদের নামে বরাদ্দকৃত রেশন উত্তোলন করতেন।এতে করে তাদের অনেক সময় ব্যয় হত।নৌ পুলিশের নিজস্ব রেশন ব্যবস্থা চালু হওয়ায় নৌ পুলিশের সকল সদস্যরা অতি সহজে এবং দ্রুততম সময়ে তাদের রেশন তুলতে পারবেন। “
নৌ পুলিশের এই রেশন স্টোর থেকে প্রতিমাসে ৪১০ জন পুলিশ সদস্য রেশন গ্রহণ করেন। নৌ পুলিশ সদস্যরা নিজ ইউনিট থেকে সর্বোৎকৃষ্ট মানের রেশন সামগ্রী প্রাপ্তিতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।