এক্সক্লুসিভ নিউজলিড নিউজ
হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশী মদসহ প্রাইভেটকার আটক
চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে ২০০ বোতল বিদেশী মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) ভোর ৪টায় বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ রাত্রিকালীন পেট্রোল ডিউটি করার সময় একটা প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে থামতে সিগন্যাল দেয়। তবে প্রাইভেটকার চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার চট্টগ্রামমুখী লেনে জিপিএইচ ইস্পাতের গেটের সামনে রাস্তার পাশে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়।
এরপর হাইওয়ে পুলিশ গাড়িটি তল্লাশী করে গাড়ির ভিতর থেকে ২০০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সংক্রান্তে গাড়ির পলাতক চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা রুজু হয়েছে।