দেশজুড়েলিড নিউজ

১০ টাকায় ইফতার বাজার

১০ টাকায় ইফতার বাজার | Iftar market at 10 Takaরমজান মাস ঘিরে ইফতারসামগ্রীর দাম যখন ঊর্ধ্বগতি, তখন নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিতীয়বারের মতো ১০ টাকায় ইফতারসামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। এর আগে ১০ টাকায় গরুর মাংস ও ইফতার বাজার দিয়ে দেশব্যাপী আলোচনায় আসে সংগঠনটি।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ‘১০ টাকায় ইফতার বাজার’ নামক এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়। অস্থায়ী এ বাজার থেকে ১০ টাকার বিনিময়ে এক কেজি তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়িসহ ইফতারের সাতটি পণ্য কিনে নেয় নিম্ন আয়ের ২১০টি পরিবার।

সরজমিন বাজার ঘুরে দেখা যায়, অস্থায়ী এ বাজারের ভিন্ন ভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া ও মুড়ি। অন্য সব বাজারের মতো নিম্ন আয়ের মানুষ পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন। তবে সেগুলোর দাম রাখা হচ্ছে মাত্র ১০ টাকা।

সংগঠনের সদস্য রিয়া মনি বলেন, ‘গত বছরের মতো এবারো আমরা ১০ টাকায় ইফতার বাজারের আয়োজন করেছি। এ বাজার থেকে নিম্নবিত্ত ২১০টি পরিবার বাজার করে। আমরা চাইলে ইফতারসামগ্রী বিনামূল্যে তাদের দিতে পারতাম। তবে আমাদের সংগঠনের সদস্যরা চান, তারা সামান্য মূল্যে ক্রয় করুক। এতে তাদের আত্মসম্মান অক্ষুণ্ন থাকবে।’

এমন আরও সংবাদ

Back to top button