লাইফ স্টাইল

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটাগাউসিয়া মার্কেটে পৌঁছানোর রাস্তা প্রায় পুরোটাই জ্যাম হয়ে আছে। রিকশাচালক মনু মিয়া জানালেন, এটা ঈদের আগমনী বার্তা। ঈদ পর্যন্ত এই রাস্তার এমনই থাকবে।

ফুটপাতের জনস্রোত ঠেলে মার্কেটে গিয়েও দেখা গেল ক্রেতাদের মুখর আনাগোনা। চাঁদনিচক মার্কেটে গজ কাপড় কিনতে এসেছিলেন শারমিন সুলতানা। বললেন, এখনই কিনে টেইলারে বানাতে না দিলে ঈদের আগে জামা পাওয়া অসম্ভব। যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই ভিড় হবে জেনেও আজকেই এসেছেন কাপড় কিনতে। ম্যাচিং করে জামার কাপড় কেনার পর সালোয়ারের কাপড় ও ওড়নাও কিনবেন একই মার্কেট থেকে।

ঢাকা কলেজের উল্টোদিকের ইয়াকুব সুপার মার্কেট, রেজা সুপার মার্কেট, নূর জাহান সুপার মার্কেট ও বদরুদ্দজা সুপার মার্কেটেও নেমেছে ক্রেতাদের ঢল। রেজা সুপার মার্কেটের আফিক গার্মেন্টসের স্বত্বাধিকারী আরিফুর রহমান জানালেন, আজকে ছুটির দিন বলে ঈদের কেনাকাটা করতে এসেছেন অনেকেই। বিক্রিও মোটামুটি সন্তোষজনক।
নিউ মার্কেটে গিয়েও একই চিত্র দেখা গেল। ছোটদের পোশাক কিনছিলেন সালমা খাতুন। বললেন, যত দিন গড়াবে ভিড় ততই বাড়বে। এত ভিড়ে বাচ্চা সাথে নিয়ে কেনাকাটা করা ভীষণ মুশকিল। তাই আগেভাগেই কেনাকাটা সারতে চেয়েছিলেন। তবে ভিড়ের কারণে বেশ বেগ পোহাতে হচ্ছে আজ ছুটির দিন বলে।

মার্কেটের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের কেনাকাটাও। গাউসিয়া, চাঁদনিচক, নিউ মার্কেট সংলগ্ন ফুটপাত ও ঢাকা কলেজের উল্টোদিকে প্রিয়াঙ্গন শপিং সেন্টার পর্যন্ত ফুটপাত সরব হয়ে আছে হাঁকডাকে। ক্রেতারাও কিছুটা কম দামে কেনাকাটা করার জন্য ভিড় করছেন এখানে। বালিশের কাভার থেকে শুরু করে পোশাক, বিছানার চাদর, পর্দা, তৈজস- সবকিছুরই দেখা মিলছে ফুটপাতে।

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদের আগের ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম ও বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতা মোহাম্মদ সৈয়দের। তিনি চন্দ্রিমা মার্কেটে বিক্রি করছিলেন ছোটদের পোশাক। ক্রেতা সামলাতে সামলাতেই কথার উত্তর দিচ্ছিলেন তিনি।

আবু বকর সিদ্দিক ফুটপাতে মেয়েদের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। যা নিবেন ২০০ বলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন তিনি। সিঙ্গেল কামিজ ও কাফতান রয়েছে তার কাছে। জানালেন, এখনও আশানুরূপ বিক্রি না হলেও ঈদের আগে আগে বাড়বে বিক্রি।

এমন আরও সংবাদ

Back to top button