আন্তর্জাতিকলিড নিউজ

সিরিয়ায় টানা ৩ দিন ধরে ইসরাইলি বিমান হামলা, আহত ৫ সেনা

সিরিয়ায় টানা ৩ দিন ধরে ইসরাইলি বিমান হামলা, আহত ৫ সেনাইসরাইল আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায়।

এ নিয়ে ইসরাইল গত বৃহস্পতিবার থেকে টানা তিন রাত সিরিয়ার ওপর আগ্রাসন চালালো। খবর আল জাজিরার।

এদিকে, ইরান জানিয়েছে- আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের ওপর টানা তিনদিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্বের নেতৃত্ব দানকারী দেশগুলো এ ব্যাপারে চুপ হয়ে বসে আছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রোববার এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস দমনে নিয়োজিত ইরানের এলিট ফোর্স আইআরজিসির ২ সেনা কর্মকর্তা ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে। ইরান এর প্রতিশোধ নেবে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার রাতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা লেবাননের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এসব ক্ষেপণাস্ত্র প্রাদেশিক রাজধানীসহ আরও কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাঁচ সিরীয় সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি তারা ভূপাতিত করেছে।

এর আগে, গত বৃহস্পতি এবং গত শুক্রবার রাতে ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র সামরিক উপদেষ্টা প্রাণ হারান।

সিরিয়া যে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তাতে সামরিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন আইআরজিসির কর্মকর্তা।

এমন আরও সংবাদ

Back to top button