জাতীয়লিড নিউজ

বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই Edit

আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে দোকান। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) কাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে দেখা গেছে। তারা বলছেন, ঈদের আগে এই আগুনে তারা বড় ধরনের লোকসানের সম্মুখীন হলেন। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন।

ফায়ার সার্ভিস জানায়, বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

এমন আরও সংবাদ

Back to top button