গানের শিরোনাম ‘প্রেমের জয় পরাজয়’। লিখেছেন সংগীতশিল্পী আকাশ মাহমুদের বাবা জাকির মাস্টার। গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন ও আকাশ মাহমুদ। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষ হয়েছে। এই ধরনের গানে এবারই প্রথম শওকত আলী ইমন নিজেকে সম্পৃক্ত করলেন। গুরুর সঙ্গে একই গানে সুর, সংগীতায়োজন ও গায়কীতে সম্পৃক্ত থাকতে পেরে দারুণ উচ্ছ্বসিত আকাশ মাহমুদ। শওকত আলী ইমন বলেন, এটা অনেকটাই সাওয়াল জবাবের মতোই।
আমি প্রেমের বিপক্ষে এবং আমারই শীষ্যতুল্য আকাশ প্রেমের পক্ষে গানটি গেয়েছে। রাজবাড়ীতে গানটির মিউজিক ভিডিও হয়েছে। আমি আশা করছি গানটি সবার ভালো লাগবে। আকাশ মাহমুদ বলেন, বলা যায় এটা আমার সংগীত জীবনের স্মরণীয় একটি ঘটনা। যে শ্রদ্ধাভাজন মানুষটিকে ছোটবেলা থেকে আমি আদর্শ মনে করি। সেই মানুষটির সঙ্গে একটি সময় এসে সহকারী হিসেবে কাজ শুরু করি। তার অনুপ্রেরণায় গানের ভুবনে নিজেকে ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছি। সেই মহান মানুষ, সবার প্রিয় শ্রদ্ধেয় শওকত আলী ইমন বস আমাকে যেদিন এমন একটি গানের পরিকল্পনা সম্পর্কে প্রস্তাব রাখলেন, তখন আসলে বিস্মিত হই, যে বস আমাকে নিয়ে এতটা ভাবেন। আমি তার এই প্রস্তাবে আর দেরি করিনি। দ্রুত গান লেখার কাজও আব্বু শেষ করে ফেলেন। সুর, সংগীতায়োজন এবং কণ্ঠ দেবার কাজও শেষ হয়। মিউজিক ভিডিও শেষ। ইমন বস প্রেমের পরাজয় অর্থাৎ প্রেমের খারাপ পরিণতির বিষয়গুলো গেয়েছেন আর আমি প্রেমের জয়ের অর্থাৎ ভালো দিকগুলো গেয়েছি। দুজনের কণ্ঠে গানটি আশা করছি সবারই ভালো লাগবে।