রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া একজন স্বেচ্ছাসেবীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা।
তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ সদস্য ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
এ দিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের ৪ দোকান কর্মচারী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট।
প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।