জীবনযাত্রালিড নিউজ

যশোরে তাপমাত্রায় গলে যাচ্ছে রাস্তার বিটুমিন

যশোরে তাপমাত্রায় গলে যাচ্ছে রাস্তার বিটুমিনযশোর শহরের ধর্মতলা ও পালবাড়ি খয়েরতলা মহাসড়কের বিটুমিন গলে যাচ্ছে। জানা গেছে, অতিরিক্ত তাপমাত্রায় মহাসড়কের বিটুমিন গলে যাচ্ছে। গত তিন দিন ধরে যশোরে ৩৯ দশমিক দুই থেকে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

সওজের নির্বাহী প্রকৌশলী বলেন, পালবাড়ি খয়েরতলা এলাকার রাস্তা পাঁচ-সাত বছর আগের তৈরি। সড়কে সাধারণত দুটি গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়। আগে ৩০ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রার জন্য সড়কে ৮০/১০০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হতো। পরে গবেষণা করে বেশি তাপমাত্রা সহনশীল ৬০/৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হচ্ছে। এই গ্রেডের বিটুমিনের দামও বেশি।

যশোর বিমানবন্দর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, শুক্রবার যশোরে সর্বোচ্চ ৪০. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বেলা সাড়ে ৩টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৪ শতাংশ। এর আগের দিন যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৪০. ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১২ এপ্রিল তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

এমন আরও সংবাদ

Back to top button