জীবনযাত্রাপরিবেশ

বিষে ভরা এই পাখি, ছুঁলেই হতে পারে মৃত্যু!

বিষে ভরা এই পাখি, ছুঁলেই হতে পারে মৃত্যু!শখের বশে অনেকেই বাড়িতে নানা রকম পাখি পোষেন। তবে খাঁচায় বন্দি করে রাখার বিষয়টি আবার অনেকেরই অপছন্দ। শখ করে পাখি পোষাই হোক বা পাখি ধরে পোষ মানানো, এই দু’টি বিষয় বেশির ভাগ পাখির ক্ষেত্রে সহজ হলেও দুই প্রজাতির পাখির ক্ষেত্রে অতটা সহজ নয়।

এই দুই প্রজাতির পাখির সংস্পর্শে এলে বা কোনো রকমে ছুঁয়ে ফেললে তার ফল মারাত্মক হতে পারে। শুধু তাই নয়, মৃত্যুও হতে পারে। পাখিকে ছুঁলেই মৃত্যু? এমন আগে কখনও শুনেছেন? বিশ্বাস নাও হতে পারে। কিন্তু বাস্তবে এমনই পাখি আছে, যেগুলো প্রাণঘাতী।

বিষাক্ত সাপ, পোকামাকড়, সরীসৃপ সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছি। কিন্তু বিষাক্ত পাখি? বোধহয় এমন কাহিনি আগে কেউ কখনও শোনেননি। জানতে পারার কথাও নয়। কারণ, সম্প্রতি এমনই দুই প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

ডেনমার্কের বিজ্ঞানীদের দাবি, এই পাখিগুলো আর পাঁচটি সাধারণ পাখির মতো নয় যে, এদের মন চাইলে খাওয়াবেন বা গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করবেন। ফলে এই সব পাখি থেকে দূরে থাকতেই পরামর্শ দিয়েছেন তারা।

এমন আরও সংবাদ

Back to top button