কুড়িগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি পঞ্চায়েত হাবিব সাধারণ সম্পাদক রেজাউল করিম প্লাবন
৫ সদস্যের উপদেষ্টা ও ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত কুড়িগ্রাম জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সংগঠন কুড়িগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ১৫ এপ্রিল ২০২৩ শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল পরবর্তী এ কমিটি গঠন করা হয়।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। নির্বাচন কমিশনে অন্য সদস্য ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক মো. আ. মোতালিব।
কুড়িগ্রাম সাংবাদিক সমিতি, ঢাকার দুই বছর মেয়াদি (২০২৩-২০২৫ সাল) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন পঞ্চায়েত হাবিব (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক রেজাউল করিম প্লাবন (দৈনিক গণবাংলা)।
কমিটির অন্যরা হলেন
সহ-সভাপতি হামিদ-উজ-জামান মামুন (দৈনিক যুগান্তর) ও জহিরুল ইসলাম (নয়া দিগন্ত), সহ-সাধারণ সম্পাদক কাদের বাবু (আমার সময়) ও হাবিবুর রহমান রাজ (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল অনিক (দেশ টিভি), অর্থ সম্পাদক মো. আখতারুজ্জামান (আমাদের অর্থনীতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ (স্বদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস কে আরিফ (এবি নিউজ), দপ্তর সম্পাদক লতিফুল ইসলাম (সমকাল), নারীবিষয়ক সম্পাদক জোসনা জামান (সারাবাংলা)।
কার্যনির্বাহী সদস্য
বাতেন বিপ্লব (এশিয়ান টিভি), মোস্তাফিজুর রহমান টুংকু (ইন্স্যুরেন্স নিউজ), শাহীন আলম (সংবাদ প্রতিদিন), আব্দুল্লাহ আল রাফি (ইনডিপেনডেন্ট টিভি), এম আর জান্নাত স্বপন (ভালোসংবাদ)।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন
আবদুল হাই শিকদার (আমার দেশ), আনোয়ারুল কবির বুলু (দিনকাল), অনিল সেন (ভোরের আকাশ), শেখ রোকন (সমকাল) ও মো. আ. মোতালিব (কালের কণ্ঠ)।