দেশজুড়েলিড নিউজ

ওয়ারীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০ ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট যোগ দেয়। পরে রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ছয়তলা ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত বেবি শপ। এর ওপরের ৪তলা আবাসিক।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি শাহজাহান শিকদার।

এমন আরও সংবাদ

Back to top button