বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিপিএসএর ঈদ পুনর্মিলনী
“ঐক্যের বন্ধনে অটুট প্রাণ, উৎসব-আনন্দে সমৃদ্ধির জয়গান” স্লোগানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) ঈদ পুনর্মিলনী।
শনিবার (২৯ এপ্রিল ২০২৩ খ্রি.) সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)।
ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে যোগ দেন পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশগ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার। এছাড়াও ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের শিল্পীগোষ্ঠীর সদস্যরা নাচ পরিবেশন করে। আমন্ত্রিত অতিথি এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও কণ্ঠশিল্পী লিজা সংগীত পরিবেশন করেন।
এই ঈদ মিলনমেলায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।