এক্সক্লুসিভ নিউজলিড নিউজ

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিপিএসএর ঈদ পুনর্মিলনী

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিপিএসএর ঈদ পুনর্মিলনী“ঐক্যের বন্ধনে অটুট প্রাণ, উৎসব-আনন্দে সমৃদ্ধির জয়গান” স্লোগানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) ঈদ পুনর্মিলনী।

শনিবার (২৯ এপ্রিল ২০২৩ খ্রি.) সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)।

ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে যোগ দেন পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশগ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার। এছাড়াও ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের শিল্পীগোষ্ঠীর সদস্যরা নাচ পরিবেশন করে। আমন্ত্রিত অতিথি এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও কণ্ঠশিল্পী লিজা সংগীত পরিবেশন করেন।

এই ঈদ মিলনমেলায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমন আরও সংবাদ

Back to top button