দেশজুড়েলিড নিউজ

পটুয়াখালী অর্ধশত দোকান-বাড়িঘর পুড়ে ছাই, আহত-৫

পটুয়াখালী পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডে হারুন মুন্সির তেলের গোডাউনসহ অর্ধশত দোকান বাসা-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে মিঠা পুকুরপাড় সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

আহতরা হল, রাশেদ খান (৩৫), শাহাদৎ (৫০), আগুনে পুড়ে আহত মো. জিহাদ (৯), মো. মাশরাফি (২০) ও মো. আব্দুল্লাহ (১৬) আহতদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হারুন মুন্সির তেলের গোডাউনে হালকা ধোঁয়া দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ওই এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটিসহ আমতলী, বাকেরগঞ্জ, গলচিপা ও মির্জাগঞ্জ ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়রস্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান।

সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় ও আগুন নিয়ন্ত্রণে অনার চেষ্টাকালে পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফাসহ ৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ জানান, উন্নয়ন করার লক্ষ্যে অগ্নিকান্ডের নিকটস্থ মিঠাপুকুর পানি নিষ্কাশন করায় প্রয়োজনীয় পানির অভাবে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের কার্যক্রমে অনেকটা সমস্যা সৃষ্টি হয়। পরে কয়েকশ গজ দূরে লোহালিয়া নদী থেকে সংযোগে পানি সংগ্রহ করে। আগুনের সূত্রপাত, ক্ষতিগ্রস্থ দোকান ও বসঘরের তালিকাসহ ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

পটুয়াখালী পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের গোডাউনসহ অর্ধশত দোকান বাসা-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে মিঠা পুকুরপাড় সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হারুন মুন্সির তেলের গোডাউনে হালকা ধোঁয়া দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশ-পাশে। বিশেষ করে ওই এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটিসহ আমতলী,বাকেরগঞ্জ, গলচিপা ও মির্জাগঞ্জ ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়রস্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান।

সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় ও আগুন নিয়ন্ত্রণে অনার চেষ্টাকালে পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফাসহ ৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ জানান, উন্নয়ন করার লক্ষ্যে অগ্নিকান্ডের নিকটস্থ মিঠাপুকুর পানি নিষ্কাশন করায় প্রয়োজনীয় পানির অভাবে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের কার্যক্রমে অনেকটা সমস্যা সৃষ্টি হয়। পরে কয়েকশ গজ দূরে লোহালিয়া নদী থেকে সংযোগে পানি সংগ্রহ করে। আগুনের সূত্রপাত, ক্ষতিগ্রস্থ দোকান ও বসতঘরের তালিকাসহ ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

এমন আরও সংবাদ

Back to top button