দেশজুড়েলিড নিউজ

শাল্লায় ভিজিএফের চাল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক

আটক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভিজিএফের চাল চুরির অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ২টার দিকে ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা চাল জব্দ করেন ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস। এদিকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে শাল্লা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস জানান, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাড়ে সাত বস্তা চাল নিজের বাড়িতে রেখেছেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা কালিপদ দাসকে জানান। তিনি চাল জব্দ করেন এবং ইউপি সদস্যকে শাল্লা থানার পুলিশের হেফাজতে দেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পরে তাঁকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হবে।

এমন আরও সংবাদ

Back to top button