নৃত্য পরিচালনায় নাদিয়া
নাদিয়া আহমেদ, একাধারে একজন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। যদিওবা অভিনয়েই তিনি ব্যস্ত থাকেন বেশি, কিন্তু তারপরও একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই পরিচয়েই টিভি পর্দায় নিজেকে উপস্থিত করতে যাচ্ছেন এবার বিশেষভাবে। নাদিয়া আহমেদ বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী, নৃত্য নির্দেশক। এবার নৃত্য নির্দেশক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি তার নিজেরই পরিচালনায় নাচে অংশগ্রহণ করেছেন।
নাদিয়া আহমেদ জানান তার নিজের পরিচালনায় চার রকমের একক নাচ আধুনিক গানের সঙ্গে ড্যান্স, ক্ল্যাসিক্যাল ড্যান্স, রাজস্থানী ড্যান্স, মডার্ণ ড্যান্স ও পাহাড়ি ড্যান্সে পারফর্ম করেছেন নাদিয়া। শুধু পাহাড়ি ড্যান্সে নাদিয়া আহমেদের সহশিল্পী শাওন শাহ। বিশেষ নাচের এই অনুষ্ঠানটিতে নাদিয়া আহমেদ নির্দেশনা দিলেও তাকে সহযোগিতা করেছেন শাওন শাহ। পোশাক পরিকল্পনাতেও ছিলেন শাওন শাহ। এর আগে কোনো চ্যানেলের জন্য এভাবে কোনো নাচের অনুষ্ঠানের নির্দেশনা দেবার সুযোগ হয়নি। আমি বিটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এমন একটি সুযোগ দেবার জন্য। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি আলাদা পরিবেশনা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে।