দেশজুড়েরাজনীতি

পটুয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক:পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিএনপি’র ৪৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শহরে জনগনের আনন্দ ও নেতাকর্মীদের বিপুল উৎসহর মাঝে মানুষের ঢল নেমেছে।

শুক্রবার ১ সেপ্টেম্বর সকাল ১০টায় পটুয়াখালী শহরের বনানী এলকায় বিএনপি কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি কাজী মাহাবুব, সাধারন সম্পাদক মনির হোসেন মৃধা, পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক এড. হুমায়ুন কবির, যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তাহের,ছাত্রদলের সিনিয়ার সহ সভাপতি মেহেদী হাসান শামীম, যুগ্ন সাধারন সম্পাদক আল আমিন হাং সাংগঠনিক সম্পাদক হাবিব সানি, মহিলাদলের সভাপতি আফরোজা সিমা, সাধারন সম্পাদক ফারজানা রুমা, সহ কৃষকদল মৎস্যজীবিদল তাঁতীদল শ্রমিকদল ও বিভিন্ন অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।

এমন আরও সংবাদ

Back to top button