জাতীয়লিড নিউজ

পদ্মা সেতুর ওপর দিয়ে চলবে ট্রায়াল ট্রেন

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এখন ট্রেন চালানোর জন্য প্রস্তুত রয়েছে। পদ্মা সেতুর ওপর দিয়ে ওই পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের ট্রেনটি এখন রাজবাড়ী স্টেশনে অপেক্ষা করছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যাবে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। পরে আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রেলপথের উদ্বোধন করবেন।

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ঈশ্বরদী থেকে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি আটটি কোচ নিয়ে বুধবার সকালে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনে যাবে। রেলমন্ত্রীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা আসবে।

এমন আরও সংবাদ

Back to top button