দেশজুড়ে

পটুয়াখালীতে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ২০২৩ অনুষ্ঠিত

 

এক্সক্লুসিভ নিউজ,পটুয়াখালী: পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সম্মেলন। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের সেন্টার পাড়া এলাকার বধুয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল, মোঃ জসিম হাওলাদার, আমিনুল ইসলাম তালুকদার, সহ সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, মোঃ রাসেল খান, বানিজ্য সম্পাদক এডভোকেট মোঃ খলিলুর রহমান, সদস্য রেজাউল করিম।

পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব,স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক,পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আবু তাহের এর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করে।

 

এমন আরও সংবাদ

Back to top button