এক্সক্লুসিভ নিউজলিড নিউজ

নৌ পুলিশ হেডকোয়াটার্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নৌ পুলিশ হেডকোয়াটার্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ। এসময় নৌ পুলিশের সম্মানিত ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, নৌ পুলিশের ১১ টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারি পুলিশ সুপারবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তাঁর বক্তব্যে বলেন, নৌ পথে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও নৌ পুলিশ যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি নৌ পথের নিরাপত্তা ও মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের গৃহীত বিভিন্ন কাজের বিষয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং নৌ পুলিশের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম বলেন, নৌ পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার কারণে নৌপথে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিমান অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং নৌপথে যেকোন প্রয়োজনে প্রথম সাড়াদানকারী ইউনিট হিসেবে নৌ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।

এমন আরও সংবাদ

Back to top button