জাতীয়লিড নিউজ

ডিমের দাম নির্ধারণ করে দিল সরকার, হালি ৪৮ টাকা

ডিমের দাম নির্ধারণ করে দিল সরকার, হালি ৪৮ টাকা

ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ফলে প্রতি পিস ১২ টাকা করে এক হালি ডিম ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ডিম আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানান, ডিম প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্যদাম কার্যকর করবো।’

টিপু মুনশি বলেন, ‘নতুন করে টিসিবির কার্ড করা হচ্ছে। আমরা ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। বাকিগুলো শিগগির মানুষ হাতে পেয়ে যাবে।’

এমন আরও সংবাদ

Back to top button