অপরাধলিড নিউজ

কোটি টাকা আত্মসাতকারি প্রতারক নয়ন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতকারি মাইনডোর এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মসলেহ উদ্দিন নয়নকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ১৬ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন একাধিক ভুক্তভোগি।

এক্সক্লুসিভ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জি.এম মাসুদের পল্টন থানায় দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছেন। মসলেহ উদ্দিন নয়নের সঙ্গে বন্ধুত্বের সুবাদে অর্থ বিনিয়োগ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেন। ২০২১ সালের ৬ এপ্রিল নির্বাচন কমিশনের ১টি কাজের কথা বলে নয়ন নগদ ২০ লাখ টাকা নেন। পরে পরিসংখ্যান ব্যুরোর অপর একটি কাজের কথা বলে আরো ৮ লাখ টাকা নেন। মাসুদ তার কোম্পানীর পরিচালকদের নিয়ে সরজমিনে কাজগুলো দেখার জন্য পরিদর্শনে যেতে চাইলে নয়ন নানা অযুহাতে সময় ক্ষ্যাপন করতে থাকেন। একপর্যায়ে নির্বাচন কমিশন অফিস ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিসে খোঁজ নিয়ে এক্সক্লুসিভ মাল্টিমিডিয়ার নামে কোনো কাজের সন্ধান পাওয়া যায়নি। এর এক পর্যায়ে ২০২২ সালের ৭ জুলাই তার কাছে পাওনা সকল টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করে চলে যান।

এছাড়াও নয়নের বিরুদ্ধে মুকুল মল্লিক, সোহাগ, ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল,দুলালসহ আরো বেশকজন ব্যবসায়ী মামলা ও জিডি করেছেন। তারা জানান, তাদের মাধ্যমে কাজ করিয়ে টাকা না দেওয়ায় এর প্রেক্ষিতে তারা মামলা করেছেন। টাকা চাইতে গেলে নানা হুমকি ধমকি দেয়ায় তারা রাজধানীর বিভিন্ন থানায় জিডিও করেছেন।

এমন আরও সংবাদ

Back to top button