দেশজুড়ে

শাহরাস্তিতে ‘দি হলি কেয়ার হোম’-এর উদ্বোধন

নিজস্ব প্রদিবেদক: আজ শরিবার ২১ অক্টোবর বিকাল ৩টায় কাজীরকাপ ৬নং ওয়ার্ড শাহরাস্তি পৌরসভা চাঁদপুরে ‘দি হলি কেয়ার হোম’-এর উদ্বোধন করা হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ১নং সেক্টরের কমান্ডার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠা, সাবেক সফল স্বরাষ্টমন্ত্রী, বর্তমান জাতীয় সংসদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শীলা হায়দার চৌধুরী, শাহরাস্তি উপজেলার চেয়ারম্যান শেফালি বেগম, শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আ: লতিফ, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, শাহরাস্তি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড. এম. আনোয়ার, শাহরাস্তি থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকট ইলিয়াছ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবেদ মুনসুর, পারভীন আক্তার (ইউএসএ), মিজানুর রহমান (ইউএসএ), সৈয়দ রেজাউল করিম রাজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দি হলি কেয়ার হোম’-এর প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মোসতাক আহমেদ।

এমন আরও সংবাদ

Back to top button