আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ৩, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ লাখের বেশি ঘরবাড়ি
যুক্তরাষ্ট্র এক শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। বিদ্যুৎবিহীন রয়েছে ৬ লাখেরও বেশি ঘরবাড়ি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফ্লোরিডায় শক্তিশালী বাতাসের ভেঙে গেছে ঘর বাড়ি, রাস্তা-ঘাট। সড়কের গাড়ি সব উল্টে গেছে। শহরগুলো দেড় ফুটের বেশি পুরু বরফে ঢাকা পড়েছে। এই অঞ্চলেও বেশ কয়েকটি টর্নেডোর খবর পাওয়া গেছে।
ফ্লোরিডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া ফ্লোরিডার কয়েক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় ঝড়ের কারণে বাড়ির ছাদ উড়ে গেছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।
মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বা বাইরে গমনকারী ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিমানযাত্রার সময় বাতিল করতে হয়েছে।
এদিকে মঙ্গলবার ফ্লোরিডা, আলাবামা এবং জর্জিয়াজুড়ে ১২টি টর্নেডোর খবর পাওয়া গেছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানও শুরু হয়েছে।