দেশজুড়েলিড নিউজ

সুনামগঞ্জে ঝড়ে কয়েকশ ঘর বিধ্বস্ত, আহত শতাধিক

ঝড়ে উপড়ে পড়া ঘর

ঝড় ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং, সদরপুর নবীনগর, পাগলা রায়পুরসহ জেলার ৫০টি গ্রামে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও ছোটখাটো স্থাপনা। ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

রবিবার (৩১ মার্চ) রাত ১২টায় গ্রামগুলোর ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে এই ক্ষয়ক্ষতি হয়।

বৃষ্টি২
খোঁজ নিয়ে জানা গেছে, ঘর উড়ে যাওয়ায় শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে বাস করছেন। ফসলের তেমন ক্ষতি না হলেও কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।  ক্ষতিগ্রস্ত লোকজন এখন ঘরবাড়ি সংস্কারের কাজ করছেন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, কয়েকশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।

এমন আরও সংবাদ

Back to top button