জাতীয়

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা

এক্সক্লুসিভ ডেস্ক:এক্সক্লুসিভ ডেস্ক: করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে যুদ্ধ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং দেশের অন্যান্য কর্মীদের জন্য সরকারের বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মার্চ মাস থেকে যারা কোভিড-১৯ এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছেন, আমি তাঁদের পুরস্কৃত করতে চাই।’ গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, ‘সরকার তাঁদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ প্রণোদনা দেবে। এ ছাড়া দায়িত্ব পালনের সময় কেউ কোভিড-১৯-আক্রান্ত হলে তাঁদের জন্য পাঁচ থেকে ১০ লাখ টাকার একটি স্বাস্থ্য বিমা থাকবে। কেউ মারা গেলে স্বাস্থ্য বিমার পরিমাণ পাঁচগুণ বেশি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তবে মনে রাখবেন, এগুলো মার্চ মাসের পর থেকে যারা জীবন বাজি রেখে কোভিড-১৯-এর বিরুদ্ধে কাজ করছেন, তাঁদের জন্য প্রযোজ্য হবে।’

এমন আরও সংবাদ

Back to top button