জাতীয়

দুস্থ শিশুদের মুখে হাসি ফুটালো র‍্যাব কর্মকর্তা

তাওহীদ হাসানতাওহীদ হাসান: পবিত্র রমজান মাসে সাধারণ ছুটি ও লকডাউনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে| এতে অনেকটাই বিপাকে মাদ্রাসা ওএতিমখানার ছাত্ররা| এদের খাবারের ব্যবস্থা এতিমখানা-মাদাসাতে হলেও, এখন তা বন্ধ| ফলে এক রকম অনাহারে, অর্ধাহারেপরিবারেই দিন কাটাচ্ছে এতিম শিশুরা|

রোববার ( ২৬ এপ্রিল) এমন খবর পেয়ে বৈলাতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাও হেফজ বিভাগের শিশুদেরপাশে দাড়িয়েছেন র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৪) এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মো. মোজাম্মেল হক| তিনিএই বিভাগের সকল শিশু ও পরিবারের জন্য রমজানের বিশেষ ‘উপহার সামগ্রী’ প্রেরন করেছেন| ফলে চরম দুরদশায় কাটানোশিশুদের মুখে খাদ্যের ব্যবস্থা হয়, হাসি ফুটে তাদের মুখে|

প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা হাজেফ ক্বারী আব্দুর রহমানের কাছে  র‍্যাব- ৪  প্রধান মো. মোজাম্মেল হকের পক্ষে সহকারী পরিচালকজাহাংগীর আলম এসব উপহার সামগ্রী পৌছিয়ে দেন| পরে, হাফেজ আব্দুর রহমান শিশুদের বাড়ী এগুলো পৌছিয়ে দেয়ার ব্যবস্থাকরেন এবং উভয় ক্ষেত্রে করোনা পরিস্থিতি মাথায় রেখে নিদিষ্ট দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখেই করা হয় এই কাজ|

হাফেজ আব্দুর রহমান জানান, অন্য সময়ের রমজান মাসে অনেকেই এ ধরনের দান করে থাকেন| কিন্তু এখন এসব করমকান্ডবন্ধ, তাছাড়া মাদ্রাসাই বন্ধ| তাই শিশুরা নিদারুন কষ্টে দিন কাটাচ্ছিল| আজ এই উপহার সামগ্রী  এতিমদের পরিবারে হাসিফিরিয়ে দিল|

র‍্যাব- ৪ এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, তিনি এই শিশুদের করুন অবস্থার কথা জানতেপেরে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন| দেশের অন্য অনেক জায়গার একই চিত্র, তাই বিত্তশালীদের এগিয়ে আসার আহবানজানাই|  র‍্যাব সদস্যবৃন্দ সাধ্যমত মানবিক সেবা প্রদান করে আসছে, আগামীতেই প্রদান করবে|

উল্লেখ্য এই উপহার হস্তান্তরের সময়, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া প্রেস ক্লাবেরসাবেক সভাপতি অলক রায়, মাদ্রাসাটির কোষাধ্যক্ষ, যুগ্মসাধারন সম্পাদক, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলাসাধারন সম্পাদক সহ স্থানীয় ব্যক্তিবরগ উপস্থিত ছিলেন|

এমন আরও সংবাদ

Back to top button