দেশজুড়ে

মানবিক সেবা নিয়ে মানুষের পাশে  লক্ষ্মীপুরের এমপি দম্পতি

কাজী শহীদ ইসলাম পাপুলএক্সক্লুসিভ নিউজ: করোনা ভাইরাসের কর্মহীন এই দুর্যোগে লক্ষ্মীপুরে ভিন্নরকম মানবতা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন  জেলার সংসদ সদস্য দম্পতি কাজী শহীদ ইসলাম ও সেলিনা ইসলাম সিআইপি। সংক্রমণ এড়াতে দেশের সব মসজিদের নামাজে সরকারিভাবে মুসুল্লিদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই এবারের রোজা ও ঈদে ইমাম-মুয়াজ্জিনদের কোন আয় নেই। নেই দান-অনুদানও। দুর্যোগে বিপদে পড়া এসব মানুষের পাশে দাড়িয়েছেন শহীদ ইসলাম ও সেলিনা ইসলাম।  রায়পুর ও  লক্ষ্মীপুর সদর উপজেলার ৭শ’রও বেশি ইমাম-মুয়াজ্জিনকে তারা রমজান মাসের বাজার উপহার দিয়েছেন। এর সাথে ঈদ খরচের জন্য  দেয়া হয়েছে নগদ টাকাও।
এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে রায়পুর উপজেলার ১৯টি ইউনিয়ন  ও পৌরসভায় ১০ হাজার মানুষকে রোজার মাসের খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। পয়লা রমজান থেকে ৫ রমজান পর্যন্ত তা বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়।

এমন আরও সংবাদ

Back to top button