মতামত

সভ্য সমাজে বর্ণবাদের বর্বরতা আর কতকাল

মো: কায়ছার আলী

Ecমানুষের চিরন্তন অবাধ্য হল তার গায়ের রং।এই সাদাকালোর দ্বন্দ্ব,বৈষম্য,বিদ্বষ এর নাম বর্ণবাদ।আমেরিকায় শেকড় থেকে শিখরে রেসিজম। ১৮৬২ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথা তুলে দিয়ে তাদের মুক্ত মানুষ হিসেবে ঘোষণা দেন কিন্তু এর কালো ছায়া আজো বিদ্যমান। ১৯১৯ সালে জেমস বার্ডের নির্মম হত্যাকান্ড ছিল অত্যন্ত ভয়ংকর।টেক্সাসের এক নির্জন গ্রাম্য পথে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল কৃষ্ণাঙ্গ পংগু জেমস বার্ড।এমন সময় একটি জীপ আসতে দেখে হাত তুলে সেটি থামিয়ে রাইড প্রার্থনা করেন।

জীপের তিনজন শ্বেতাঙ্গ যুবক সানন্দে তাকে রাইড দিতে চায়। তারা তাকে জীপের পিছনে বেঁধে গ্রামের আঁকাবাঁকা অসমতল পথে তিন মাইল জীপ চালিয়েছিল।সেই অসমতল পথের ঘর্ষনে একসময় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বীভৎস ভাবে মারা যায়।মৃত্যুর কারণ সে ছিল কালো।পরবর্তীতে বিচারে সেই নির্দয় খুনী জন উইলিয়াম কিংকে মৃত্যুদণ্ড দেয়া ।১৮৯০ সালেও শিকাগোর মাফিয়া চক্র ঠিক করে দিত কারা আমেরিকায় নির্বাচন করবে।

৫০০ বছরের ৩০০ বছরই কালোররা ছিল দাস।ছিল না ভোটাধিকার। ১৯৬৫ সালে প্রেসিডেন্ট লিল্ডন জনসন কালেদের ভোটাধিকার, অধিকার, বৈষম্য মুলকক আইন প্রত্যাহার, এবং সম অধিকার আইন প্রনয়ণ করেন।১৯৬৫ সালের ৭ই মার্চ এলবামা অংগরাজ্যের সেলমায় কৃষ্ণাঙ্গরা ড, মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে ভোটের দাবীতে যে মিছিল করেছিল সেই মিছিলের ওপর শ্বেতাঙ্গ পুলিশেরা নির্মম বেত্রাঘাত আর ঘোড়া চালিয়ে দেওয়ার দৃশ্য কি লজ্জা দেয় না আমেরিকান সাদাদের? মাত্র ৪৩ বছরেই ২০০৮ সালে তারা কি ভেবেছিল যে, এক কালো মানুষ বারাক ওবামা তাদের হোয়াইট হাউসে প্রবেশ করবে।কলিন পাওয়েল এবং কন্ডোলিসা রাইস পররাস্ট্র মন্ত্রী হবেন?

যে দেশে রেস্তোরাঁয় ঢোকার অনুমতি তো ছিলই না বরং সেখানে লেখা থাকত ” নো ডগ,নো নিগ্রো”। ১৮১৪ সালের ২৪ আগস্ট এর আগে হোয়াইট হাউসের রং এরকম ছিল না।যুদ্ধ যুদ্ধ খেলায় ব্রিটিশ সৈন্যরা আমেরিকার প্রেসিডেন্টসিয়াল হাউস জ্বালিয়ে দেয়, আগুনে পোড়া এবং ধোঁয়ার দাগ ঢাকতে হোয়াইট হাউস সাদা বা শ্বেত রং করা হয়। উত্থান পতনের ইতিহাস প্রায় সকলেরই আছে।অসম্ভব মেধাবী,বাগ্মী, কালোদের আলোর দিশারী,মাহাত্মা গান্ধীর অনুসারী, অহিংসা আন্দোলনের নেতা, মানবতাবাদী এই মহারথী ড,মার্টিন লুথার (১৯২৯- ১৯৬৮) ১৯৬৩ সালের ২৮ শে আগস্ট ওয়াশিংটন ডি,সি তে এক ঐতিহাসিক ভাষণ দেন।যার শিরোনাম হল “আই হ্যাভ এ ড্রিম”।

তিনি স্বপ্ন দেখতেন ” শোষণ মুক্ত সমাজ,শর্তহীন ভালবাসা,বর্ণবৈষম্য রাস্ট্র ব্যবস্থা, দারিদ্র্য মুক্তির সমাজে শান্তি সাম্য প্রতিষ্টা,শিশুদের সম অধিকার স্কুলে খেলার মাঠে,এক টেবিলে বসবে,,সাদা কালোর ভেদাভেদ থাকবে না,চাকুরীতে বেতন বৈষম্য রবে না,সাদা কালো হাতে হাত রেখে চলবে ইত্যাদি”। সাদাদের বসার সিট যানবাহনে তিনি ছেড়ে দেন নি।১৯৫৪ সালে তিনি ৩৮১ দিন আলবামায় বয়কট আন্দোলন করলে রাজ্য সরকার যানবাহনে বর্ণবৈষম্য বেআইনি ঘোষণা করেন।

মাত্র ৩৫ বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান এবং সেই প্রাইজ মানি ৫৬ হাজার ডলার নির্লোভ মনে দান করেন নাগরিক অধিকার আন্দোলনের সংস্থাগুলোকে।যে আন্দোলন তিনি ১৯৬০ সালে শুরু করেছিলেন। মাত্র ৩৯ বছর জীবনে ২৬ বার কারাবন্দী হন এবং ১৯৬৮ সালে গুপ্ত ঘাতকের হাতে নিহত হলে, তখন ১২৫ টি শহরে বিদ্রোহ শুরু হয়।আজ যেভাবে হচ্ছে।গত ২৫ শে মে মিনেসোটা অংগরাজ্যের সিনোপলিস শহরে মাত্র ২০ ডলার জাল নোট ব্যবহারের অভিযোগে ৪৬ বছর বয়সী রেস্তোরাঁর নিরাপত্তাকর্মী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড কে হাটু দিয়ে বর্বরোচিত কায়দায় গলা চেপে ধরে রাখা হয়।

ভাইরাল হওয়া ৮’৪৬ মিনিটের প্রথম ২’৫৩ মিনিটে সে নিস্তেজ হয়ে পড়ে।নিস্তেজ হওয়ার আগে বেশ কয়েকবার তিনি আকুতি জানান” আমি নিশ্বাস নিতে পারছি না,বলে মা কে ডাক দেন”।মুখ দিয়ে ফেনা বেরিয়ে এলেও এবং পানি খেতে চাইলেও মানসিক অবস্থার বিন্দুমাত্র সাড়া ফেলেনি বা পরিবর্তন হয় নি শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের। এর ফলাফল আমরা সবাই অবগত।হায়রে সভ্যতার দাবীদার বর্ণবাদের ভয়ংকর কালো থাবা,বিভাজন আর কতকাল চলবে,তা কেউ জানে না।

 

মো: কায়ছার আলী
মো: কায়ছার আলী

লেখক: শিক্ষক, প্রাবন্ধিক ও কলামিস্ট

Email:  kaisardinajpur@yahoo.com

 

এমন আরও সংবাদ

Back to top button