দেশজুড়ে
চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ধস
এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারনে চট্টগ্রাম,সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ভারী বর্ষণের সতর্কবার্তায় এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।