আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের হামলায়, নিহত ১২

এক্সক্লুসিভ ডেস্ক: আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবান হামলার ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া ও এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার ভোর রাতে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় ১২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

জাওয়েজজান প্রদেশ গভর্নরের মুখপাত্র মারুফ আজহার বলেছেন, বিদ্রোহীরা চারজন নিরাপত্তাকর্মীকে আটক করে নিয়ে গেছে।

তিনি ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘তালেবান হামলায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে সেনা সদস্যও রয়েছে। আরো পাঁচ জন আহত হয়েছে। চারজনকে ধরে নিয়ে গেছে।’

তিনি বলেছেন, সংঘর্ষে পাঁচজন তালেবান সদস্যও নিহত হয়েছে। আফগান বাহিনী অকুস্থলে পৌঁছালে সংঘর্ষের সমাপ্তি ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করে বলেছে, নিহতদের মধ্যে ছয়জন সেনা সদস্য। তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিব হামলার দায় স্বীকার করে উল্লেখ করেছেন, হতাহতের সংখ্যা আরো অনেক বেশি।

এমন আরও সংবাদ

Back to top button