জাতীয়

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

এক্সক্লুসিভ নিউজ২৪.কম: আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার দুপুরে তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করান মোশাররফ হোসেন। রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করছেন।  তিনি স্বাভাবিক রয়েছেন।  বড় কোনো সমস্যা দেখা দেয়নি। মানসিকভাবে তিনি  খুব শক্ত রয়েছেন বলে জানান ওই সূত্র। বর্ষীয়ান এই নেতা সবার কাছে দোয়া চেয়েছেন।

মোশাররফ হোসেন ফরিদপুর-৩ আসন থেকে  নির্বাচিত সংসদ সদস্য। বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি। আগের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। পরে  তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এমন আরও সংবাদ

Back to top button